পদার্থবিজ্ঞান-২য় পত্র(একাদশ-দ্বাদশ শ্রেণি): ড. শাহজাহান তপন - Physics 2nd Part (XI-XII): Dr. Shahjahan Tapan
“ড. শাহজাহান তপন এর পদার্থবিজ্ঞান-২য় পত্র(একাদশ-দ্বাদশ শ্রেণি) বইটির ভূমিকাঃ
এ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন শিক্ষাক্রম ২০১২ অনুযায়ী একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান-২য় পত্র গ্রন্থখানি রচিত এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক হিসাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। নতুন শিক্ষাক্রম অনুসারে লিখিত এই গ্রন্থখানি শিক্ষার্থীদের চাহিদা এবং সম্মানিত শিক্ষকবৃন্দের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। দ্বিতীয় পত্র তে পদার্থবিজ্ঞানের বিষয়গুলোর আধুনিক ধারণা দেয়া হয়েছে আন্তর্জাতিক মান বজায় রেখে। তবে আমাদের শিক্ষার্থীরা যাতে সহজে বুঝতে পারে সেদিকে লক্ষ্য রেখে গ্রন্থখানি রচিত হয়েছে। গ্রন্থখানি রচনায়। অনেক দেশি বিদেশি গ্রন্থের সহায়তা নেয়া হয়েছে। যে সকল গ্রন্থের সাহায্য নেয়া হয়েছে সে সকল গ্রন্থের লেখক ও প্রকাশকদের জানাই আমাদের কৃতজ্ঞতা। শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী ও স্নেহের শিক্ষার্থীরা সবসময়ই আমাদের পদার্থবিজ্ঞান বই পছন্দ করেছেন সেজন্যে আমরা গর্বিত। এ বইখানি শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী ও স্নেহের শিক্ষার্থীদের চাহিদা পূরণে সক্ষম হলে আমরা মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। বইখানির উন্নতির ব্যাপারে যেকোনো পরামর্শ ও গঠনমূলক সমালোচনা সাদরে গৃহীত হবে। আশা করি, পূর্বের ন্যায় পরিমার্জিত ও বর্ধিত চতুর্থ সংস্করণও শ্রদ্ধেয় শিক্ষাকমণ্ডলী ও স্নেহের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
Specification
Author
ড. শাহজাহান তপন
ডক্টর শাহজাহান তপন বি.এসসি.(অনার্স-প্রথম শ্রেণি); এম.এসসি. (প্রথম শ্রেণি); এম.এড. (প্রথম শ্রেণিতে প্রথম); পিএইচ.ডি. (এম.এস.ইউ) প্রফেসর (অব.), পদার্থবিজ্ঞান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা