জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ (হার্ডকভার)

 




by 

শেখ হাসিনা (সম্পাদক)


Category:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান



TK. 1,500



Summary

$ads={2}

১৭ই মার্চ ২০২০ বাঙালি জাতির জীবনে একটি মহিমান্বিত দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং বাঙালি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বাঙালি জাতির মুক্তির জন্য, স্বাধীনতার জন্য একটি উন্নত, সমৃদ্ধ, শোষণ-বঞ্চনামুক্ত অসাম্প্রদায়িক আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি সমগ্র জীবন উৎসর্গ করেছেন। জাতির পিতার জন্মশতবর্ষে তাঁর অসামান্য অবদান স্মরণীয় করে রাখতে দেশ ও দেশের বাইরে বিপুল কর্মযজ্ঞ পরিচালনার জন্য ১১৯ সদস্যবিশিষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং ৮০ সদস্যবিশিষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি' নামে দুটি কমিটি গঠন করা হয়। জাতীয় কমিটির পরামর্শ ও নির্দেশনা মোতাবেক বাস্তবায়ন কমিটি জন্মশতবর্ষে জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং তাঁর আদর্শ, মূল্যবোধ ও কর্মের জগৎকে বর্তমান ও অনাগত প্রজন্মের কাছে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে তথ্যসমৃদ্ধ একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আশা করি স্মারকগ্রন্থটি একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য রাজনৈতিক জীবন এবং কর্ম নিয়ে আগ্রহী ও কৌতূহলী পাঠককে খুশি করবে এবং অন্যদিকে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক জীবন, দর্শন ও আদর্শ নিয়ে গবেষণা করবেন কিংবা বাংলাদেশের অভ্যুদয় ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে চর্চা করবেন তাদের জন্যও গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ভূমিকা রাখবে।


Specification


Title             জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ

Editor     শেখ হাসিনা

Publisher     জার্নিম্যান বুকস্‌

Edition     1st Published, 2022

Country     বাংলাদেশ

Language বাংলা


$ads={1}

Author


শেখ হাসিনা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আধুনিক বাংলাদেশে সবচেয়ে বড় নাম, ডিজিটাল বাংলাদেশের রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা। ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং সর্বশেষ ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এই প্রজন্মান্তরের ঝানু রাজনীতিবিদ। তার দূরদৃষ্টি এবং দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সফলতম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বিশ্বে নারী নেতৃত্বের রোল মডেলে পরিণত হওয়া শেখ হাসিনা ফোর্বস ম্যাগাজিনের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় একাধিকবার অন্তর্ভুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক 'ফরেন পলিসি' ম্যাগাজিনের বৈশ্বিক ১০০ চিন্তাবিদের মাঝেও তিনি একজন। বোস্টন বিশ্ববিদ্যালয়, ওয়াসেদা বিশ্ববিদ্যালয়, আবার্টয় বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের অনেক নামীদামী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট লাভ করেছেন। শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার জ্যেষ্ঠ্য সন্তান শেখ হাসিনা টুঙ্গিপাড়াতেই প্রাথমিক শিক্ষা অর্জন করেন। পরবর্তীতে ঢাকার আজিমপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হলে নেতৃত্বশূন্য হয়ে পড়ে আওয়ামী লীগ। ১৯৮১ সালে দেশে ফিরে এই শূন্যতা পূরণ করেন শেখ হাসিনা। সেই থেকে আজ পর্যন্ত দলের হাল ধরে আছেন তিনি। শেখ হাসিনাকে নিয়ে লেখা বই এর মাঝে উল্লেখযোগ্য একটি বই হলো মিসরীয় সাংবাদিক মুহসীনের লেখা 'শেখ হাসিনা: উপাখ্যান ও বাস্তবতা'। তিনি নিজেও বেশ কিছু বই লিখেছেন। শেখ হাসিনা এর বই সমূহ সমকালীন রাজনীতি, গণতন্ত্র, সংকট ও তার সমাধান ইত্যাদির প্রামাণ্য দলিলের মতো। শেখ হাসিনার বই ‘শেখ মুজিব আমার পিতা জাতির জনককে নিয়ে তার শ্রেষ্ঠ রচনা। এছাড়াও ‘নির্বাচিত প্রবন্ধ', ‘বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ‘বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম' ‘বিপন্ন গণতন্ত্র, লাঞ্ছিত মানবতা' ইত্যাদি বই নিয়ে সমৃদ্ধ শেখ হাসিনা এর বই সমগ্র।



{getProduct} $button={Buy Now} $price={1500.00৳}

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Next

نموذج الاتصال