রসায়ন প্রথম পত্র একাদশ-দ্বাদশ শ্রেণি 2023

 




জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক হিসেবে রচিত

$ads={1}

রসায়ন

প্রথম পত্র একাদশ-দ্বাদশ শ্রেণি


মাহবুব হাসান লিংকন

বি.এসসি. (অনার্স) এম. এসসি. (রসায়ন), প্রথম শ্রেণি প্রিন্সিপাল, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম

প্রাক্তন উপাধ্যক্ষ, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা

সহকারী অধ্যাপক, মাইলস্টোন কলেজ, ঢাকা

বাংলা ও ইংরেজি ভার্শনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাধিক বইয়ের রচয়িতা

মাস্টার ট্রেইনার (সৃজনশীল প্রশ্ন পদ্ধতি)

প্রধান পরীক্ষক, ঢাকা বোর্ড


ড. মোঃ আব্দুল করিম ড. মোঃ নুরুল ইসলাম

বি.এসসি. (অনার্স), এম. এসসি. (রসায়ন) বি. এসসি. (অনার্স), এম.এসসি. পিএইচডি, রসায়ন,

সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,

প্রাপ্তন প্রভাষক (রসায়ন), ঢাকা কলেজ, ঢাকা সহকারী অধ্যাপক

প্রভাষক, রসায়ন বিভাগ

মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর

আধুনিক স্নাতক (সম্মান) রসায়ন প্রথম খণ্ড বইয়ের প্রণেতা

(রসায়ন), উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা মাস্টার ট্রেইনার (সৃজনশীল প্রশ্ন পদ্ধতি)

প্রাক্তন সহকারী অধ্যাপক (রসায়ন), ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা সাবেক খণ্ডকালীন প্রভাষক, পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা

অক্ষর-পত্র

৪৩, শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়ক পুরান ১৬ শান্তিনগর), ঢাকা

$ads={1}

প্রকাশনা


অক্ষর-পত্র প্রকাশনী

৪৩, শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়ক (পুরাতন ১৬ শান্তিনগর), ঢাকা ১২১৭

ফোন: ০৯৬৬৬-৭৮৭৯৮০

ই-মেইল: info@akkharpatra.com ওয়েবসাইট: www.akkharpatra.com

ফেসবুক: facebook.com/Akkhar Patra Prokashoni

© লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পরিবেশনা

: পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

৩৮/৮ বাংলাবাজার, ঢাকা ১১০০


বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নির্ধারিত

সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (MRP):

৫৮০.০০ (পাঁচ শ আশি) টাকা



দশম সংস্করণের ভূমিকা

বিজ্ঞানের এই পরিবর্তনশীলতার যুগে প্রতিনিয়তই ধ্যান-ধারণার পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন হচ্ছে। আর এই পরিবর্তনের সাথে যুক্ত হচ্ছে আমাদের রসায়ন প্রথম পত্র বইটি। সফলতার উজ্জ্বল সোপান অতিক্রম করে বইখানি যখন নতুন সংস্করণে প্রবেশ করছে, তখন আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের অগণিত শুভাকাঙ্ক্ষী ও শিক্ষকমণ্ডলীকে, যাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ এ বইটির উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। এরই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের সুবিধার্থে অনেক বিষয়বস্তুকে বিস্তৃত করে সৃজনশীল উপায়ে অভিনবভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের অনুশীলনী, শিক্ষার্থীর কাজে পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছে। সৃজনশীলতার উৎকর্ষ সাধনে আরও গাণিতিক সমস্যাবলি এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে সহজ করতে গুরুত্বপূর্ণ তথ্যাবলি টপিকভিত্তিক সংযোজন করা হয়েছে। সার্বিকভাবে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যসূচি অনুযায়ী একটি আদর্শ পুস্তক প্রণয়নের চেষ্টা করা হয়েছে। বর্তমান সংস্করণে বিভিন্ন কলেজের রসায়ন বিষয়ের সুদক্ষ শিক্ষকবৃন্দ বইটির উৎকর্ষ সাধনে সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। তাদের মতামত আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করেছি। পরিশেষে যাদের উদ্দেশ্যে আমাদের এই প্রয়াস সেই কোমলমতি শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।

বিনীত

$ads={1}

মাহবুব হাসান লিংকন ড. মোঃ আব্দুল করিম

(০১৭২০৫৫৭১৭৫) (01711442920)

ড. মোঃ নুরুল ইসলাম (০১৯১৬৯১৬২৮৩)

| প্রথম প্রকাশের ভূমিকা


Facebook Page Youtube

Email Facebook Live Class Recorded classes

: Writer MH Lingcon : Lingoon's Chem Concept : writermhlingcon@gmail.com : On every Friday at 10:00 am : Everyday on Youtube channel


মহান সৃষ্টিকর্তার অসীম মেট্রেবাণীতে একাদশ-দ্বাদশ শ্রেণির রসায়ন প্রথম পত্র বইটি প্রকাশিত হয়েছে। অক্ষর-পত্র প্রকাশনী কর্তৃপক্ষের একান্ত আগ্রহ, সহযোগিতা বিশেষ করে জনাব মোঃ রফিক উল্লা এবং সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল এই পুস্তকটি। ধন্যবাদ জ্ঞাপন করছি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরপত্র প্রকাশনীর সকলকে। এই বই রচনাকালে বিশেষ লক্ষ্য ছিল শিক্ষার্থীদের কাছে রসায়নবিদ্যাকে সহজ ও প্রাণবন্ত করা। বইটিতে রসায়নের প্রতিটি অধ্যায়ের জটিল বিষয়গুলোকে সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় বিবরণ ও পর্যাপ্ত সংখ্যক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। শিখনফল সম্পর্কে শিক্ষার্থীদের সম্যক ধারণা প্রদানের উদ্দেশ্যে পাঠের বিভিন্ন অংশে প্রশ্ন/ ক্রিয়াকর্ম / হাতেকলমে কাজ নিশ্চিত করা হয়েছে। যেমন- বাড়ির কাজ, দলগত কাজ, শ্রেণির কাজ ইত্যাদি। এছাড়াও গাণিতিক সমস্যাবলি সংযুক্ত করে বইটিকে আরও সমৃদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের রসায়ন সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং রসায়নে উচ্চ শিক্ষা গ্রহণ করার ভিত মজবুত করে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে।


আমরা আশা করি এ বইখানি সম্মানিত অধ্যাপকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীদের কাছে অনেক বেশি সমাদৃত হবে। তাঁদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শে বইখানি ভবিষ্যতে আরও নির্ভুল ও তথ্যনির্ভর হয়ে উঠবে বলে আমরা আশা করছি। পরিশেষে পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে সকলের সহযোগিতা কামনা করছি।

$ads={1}

{getProduct} $button={Buy Now} $price={522.00৳} $sale={10% Off}




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Next

نموذج الاتصال