মৈমনসিংহ গীতিকা

 



মৈমনসিংহ গীতিকা


By - এমদাদ খান

এখানে আমি লোকগাথার বাংলাকে দেখি। 

দেখি মনোরম মহুয়া বন

নয়নাভিরাম নদের ভিটা।

দেখি কুমার চন্দ্র দে'র অজন্তা-চিত্র বয়াতি মনসুরের অনুপম আলেখ্য। 

দেখি কাজল রেখার কাজল চোখ রূপসী মলুয়ার মায়াবী মুখ দেখি দুখিনী চন্দ্রার বুক ভরা দুখ দেওয়ানা মদিনার চৌচির বুক। বেদে কন্যা মহুয়া সুন্দরীকে দেখি এখানে আমি আবহমান বাংলাকে দেখি।

এখানে আমি অপরূপা বাংলাকে দেখি। দেখি মগড়ার রামধনু বাঁক সোমেশ্বরীর উত্তাল ঢেউ। দেখি টল-টল কংশের জল কমলার দীঘি, দীঘল কমল। দেখি নদরাজ ব্রহ্মপুত্র নদ রূপকথার ডিঙ্গাপুতা হাওর। সখিনার রক্তে লাল সুরিয়া নদীটি দেখি এখানে আমি আবহমান বাংলাকে দেখি।


এখানে আমি আলোকিত বাংলাকে দেখি। দেখি জ্যোতির্ময় 'উত্তর আকাশ' ‘শতাব্দীর দুই দিগন্ত’-খালেক-দাদ। দেখি 'নন্দিত নরকে'-'অয়োময়'-হুমায়ূন 'না প্রেমিক না বিপ্লবী,-নির্মলেন্দু গুণ দেখি রঙ-তুলি হাতে আচার্য জয়নুল বিষের বাঁশি হাতে বিদ্রোহী নজরুল। এখন যৌবন যার মিছিলে যাবার'- নিৰ্ভয় হেলালকে দেখি

এখানে আমি আবহমান বাংলাকে দেখি।

মহুয়া-মলুয়া, চন্দ্রাবতীর

এই তীর্থভূমিতে এলে

আমি আবহমান বাংলাকেই দেখি।



Moimonsingha Gitika converted to story by Emdad Khan Published by Ramshankar Debanath a Publication of BIVAS 68-69 Paridas Road, Banglabazar Dhaka


250.00৳10% Off
Buy Now



Previous Next

نموذج الاتصال