কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র 2023

 



কৃষিশিক্ষা

দ্বিতীয় পত্র

হাসান বুক হাউস ঢাকা

$ads={1}

দশম সংস্করণের ভূমিকা

সৃষ্টিকর্তার অপর কৃপায় আমাদের লিখিত কৃষিশিক্ষা-দ্বিতীয় পত্রের দশম সংস্করণ প্রকাশ মুহূর্তে আমাদের অসংখ্য সম্মানিত অধ্যাপক মহোদয়কে জানাই অকৃত্রিম সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও

যথাযথভাবে এ সংকরণে কার্যকর করা হয়েছে।


প্রতিটি অধ্যায়ের শুরুতে বিষয়ভিত্তিক নাহিন ছবি সংযোজন করা হয়েছে। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি অনুসারী প্রতিটি ম্যাচ পরিমার্জন ও সংশোষন করা হয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি

অনুশীলনীতে বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) ও সৃজনশীল প্রশ্ন (CQ) এবং বইয়ের শেষে কিন্তু গুরুত্বপূর্ণ মডেল ও বোর্ড প্রশ্ন ধারাবাহিকভাবে সন্নিবেশিত করা হয়েছে। আশা করি নবম সংস্করণের মতো এ আমাদের সম্মানিত অধ্যাপকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীদের নিকট সমস্তাবে সমাদৃত হবে। পরিশেষে নিকট অশেষ কৃতজ্ঞতা জানাই এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।


প্রথম প্রকাশের ভূমিকা

বিনীত

লেখকদ্বয়


পরম করুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত নতুন সিলেবাস অনুযায়ী প্রণীত সৃজনশীল "কৃষিশিক্ষা- দ্বিতীয় পত্র বইটি প্রকাশিত হলো। কৃষিশিক্ষা বিষয়ে তত্ত্বীয় ৭০, ০ ব্যবহারিক ২৫ নম্বরের মান বিন্যাস করা হয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে কৃষিশিক্ষা সম্পর্কিত তত্ত্বীয় জনের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য সহজ সরল ভাষায় বইটি রচিত হয়েছে


বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি। এদেশের সিংহভাগ লোকের প্রধান পেশা কৃষি। আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ বলে এর সামগ্রিক উন্নয়নে কৃষিশিক্ষার গুরুত্ব আরো বেশি। আশা বইটি নতুন প্রজন্মকে কৃষিক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দিয়ে বর্তমান বিশ্বের চাহিদার নিরিখে এবং জাতীয় শিক্ষার মান। সহায়ক ভূমিকা পালন করবে।

$ads={1}

শিক্ষাকে জীবনমুখী করে তোলার উদ্দেশ্যে তাত্ত্বিক আলোচনার সাথে চিন্তন শক্তির বিকাশের ওপর। হয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণির কৃষিশিক্ষা-দ্বিতীয় পত্র" পুস্তকটিতে পূর্ব অর্জিত ধারণার ভিত্তিতে বিশেষ প্রশ্নের সমাধান ধাপে ধাপে বিভিন্ন পাঠের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রতি অধ্যায়ের শেষে আলোচিত বিষয়ের সার-সংক্ষেপ ও নমুনা প্রশ্ন সংযোজন করা হয়েছে। পাঠশেষে শিক্ষার্থীরা যা জানতে ও প্রযোগ করতে পারবে তা শিখনফল হিসেবে অধ্যায়ের শুরুতে দেয়া হয়েছে। আলোচ্য বিষয়ের মাঝে মাঝে নির্দেশিত কাজ একদিকে শিক্ষার্থীদেরকে বিষয়ের প্রতি যেমন আগ্রহী করে তুলবে অন্যদিকে তেমনি তাদের সামাজিক মর্যাদাবোধ জাগ্রত করবে।


শিক্ষার্থীর বোঝার সুবিধার্থে বইটিতে পর্যাপ্ত সংখ্যক চিত্র ব্যবহার করা হয়েছে। বইটি রচনা করতে দেশি-বিদেশি অনেক বই থেকে প্রয়োজনীয় উপাত্ত ও তথ্য গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্ন কলেজের কৃষিশিক্ষা বিষয়ের যে সকল শিক্ষকগণ বইটি গিয়েছেন তাঁদের কাছে আমরা কৃতজ ইটনার ক্ষেত্রে আমাদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপ


এটি প্রথম প্রকাশ বলে এতে ভুলত্রুটি থাকা স্বাভাবিক। এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। বইটির মানোন্তাচনে যেকোনো মূল্যবান পরামর্শ দিলে তা সাদরে গ্রহণ করা হবে।

পরিশেষে যাদের জন্য দুইটি রচিত হলো সেসব শিক্ষার্থীদের উপকারে আসলেই আমার এ প্রয়াস সার্থক হবে বলে মনে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা

এপ্রিল, ২০১৪


ড. ভক্তিময় সরকার

১৫-১৬ পরী দাস রোড, ঢাকা-১১০০

প্রথম প্রকাশ

এ এপ্রিল, ২০১৪

দ্বিতীয় সংস্করণ এপ্রিল, ২০১৫

চতুর্থ সংস্করণ : মে, ২০১৭

পঞ্চম সংস্করণ : এপ্রিল, ২০১৮

ষষ্ঠ সংস্করণ

মে, ২০১৯

অষ্টম সংক্ষরণ :

অক্টোবর, ২০২১

$ads={1}

অক্টোবর, ২০২২

দর্শন সংস্করণ আগস্ট ২০২৩


মূল্য : ২৭৫.০০ টাকা মাত্র

(বাপুস কর্তৃক নির্ধারিত খুচরা বিক্রয় মূল্য)



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Next

نموذج الاتصال